DhakaTuesday , 21 November 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. থেলাধুলা
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. মহিলা অঙ্গন
  11. রাজনীতি
  12. রাজশাহী
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য

রাজশাহী কলেজের হিসাববিজ্ঞান ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের মাস্টার্সের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি: ২০ নভেম্বর ২০২৩ রাজশাহী কলেজের হিসাববিজ্ঞান ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের (২০২০-২১) শিক্ষাবর্ষের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (২০ নভেম্বর) সকাল ১০টায় কলেজের অডিটরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিভাগ ও শিক্ষার্থীদের সমন্বয়ে শিক্ষার্থীদের বিদায় জানানো হয়। এর আগে সকাল সাড়ে ৯ টার দিকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করে বিভাগটি। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এ বিভাগটি কলেজের একটি সমৃদ্ধ বিভাগ। এ বিভাগের অতীত ঐতিহ্য অনেক। আজ যারা বিদায়ী শিক্ষার্থী হিসেবে নিজেদের কর্মজীবনে প্রবেশ করতে যাচ্ছো তোমরা অন্তরে দেশ প্রেম রাখবে। হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মু. যহুর আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মোহাঃ ওলিউর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ ও মোঃ আবুল হাসনাত। আরও উপস্থিত ছিলেন বিভাগের অন্যান্য শিক্ষকগণ। অনুষ্ঠানের সমন্বয় কমিটিতে ছিলেন- বিভাগের সহযোগী অধ্যাপক আবু মোঃ ফসিউর, প্রভাষক অনুতোষ কুমার প্রামানিক, বিভাগের শিক্ষার্থী মোঃ সুলতান আহমেদ রিবিকা বালা, রুবেল আহমেদ ও লুৎফর রহমান। বিদায়ী শিক্ষার্থী উম্মে হাবিবা আশা ও তমালের সঞ্চলনায় বিভাগের শিক্ষার্থীরা নাচ-গান- লটারী ও কুইজসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্টান পরিবেশন করে। এ সময় উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও দর্শনার্থীদের মুহর্মূহ করতালিতে পুরো মিলনায়তনে উৎসবের আমেজ বিরাজ করে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।