DhakaMonday , 19 June 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. থেলাধুলা
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. মহিলা অঙ্গন
  11. রাজনীতি
  12. রাজশাহী
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য

ফুটবলকে বিদায়ের ইঙ্গিত মেসির!

Link Copied!

বাংলার সকাল ডেস্ক: ফুটবল ক্যারিয়ারে সব ধরনের অর্জনই নিজের দখলে নিয়েছেন লিওনেল মেসি। বাকি ছিল শুধু বিশ্বকাপ শিরোপা। কাতার বিশ্বকাপে সেই স্বপ্নও পূরণ হয়েছে তার। স্বাভাবিকভাবেই ফুটবল ক্যারিয়ারে পরিপূর্ণতা এসেছে লিওর। আর এজন্যই হয়তো ফুটবলে আর পাওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন আর্জেন্টাইন এ অধিনায়ক।

মেসির এমন ইঙ্গিতপূর্ণ কথায় চিন্তার ভাঁজ পড়েছে ভক্তদের কপালে। কেননা আগামী বিশ্বকাপে মেসির খেলতে না চাওয়া এবং ফুটবলে পাওয়ার কিছু নেই। এই দুই বক্তব্যের রেশ ধরে দুইয়ে দুইয়ে যেন চার মেলাতে শুরু করেছেন মেসি ভক্তরা।

সম্প্রতি চীন সফরে গিয়ে বিশ্বকাপ না খেলার কথা জানিয়েছেন মেসি।  মেসির এমন সিদ্ধান্ত মোটেই বিনা মেঘে বজ্রপাতের মতো কিছু ছিল না। কিন্তু এবার ফুটবলের সঙ্গেই সম্পর্ক চুকানোর ইঙ্গিত দিলেন তিনি।

বেইন স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘ফুটবলে সবই আমি অর্জন করেছি। এখানে পাওয়ার আর কিছুই নেই।’

সোমবার রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এর আগে চীনের বেইজিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছে মেসিরা। ম্যাচটিতে ২-০ গোলে জয় পায় বিশ্বচ্যাম্পিয়নরা। ওই ম্যাচে মাত্র ৮০ সেকেন্ডে গোল করেন মেসি। যা তার ক্যারিয়ার সবচেয়ে কম সময়ে গোল।

ম্যাচ শেষে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের সঙ্গে কথা বলেন মেসি। সেখানে আগামী বিশ্বকাপ খেলা নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘বিশ্বকাপ নিয়ে যা বলেছি, সেটাই স্বাভাবিক। বয়স এবং সময়ের কারণে বিশ্বকাপ খেলাটা কঠিন হবে।’

২০২৬ বিশ্বকাপ হবে জুন–জুলাইয়ে। এখন থেকে ঠিক তিন বছর পর। মেসি মনে করেন, বিশ্বকাপের আগে ব্যস্ততার অনেক উপলক্ষ আছে। আপাতত তিনি সেসব নিয়েই ভাবছেন, ‘প্রতিটি মুহূর্ত, প্রতিটি দিন আমি উপভোগ করছি। এরপর বিশ্বকাপের বাছাইপর্ব ও কোপা আমেরিকা আছে। চিন্তা করার জন্য বিশ্বকাপ অনেক দূরের বিষয়। নতুন একটা চক্র শুরু হবে, বাছাইপর্বের ম্যাচ সামনে। যা অর্জন করেছি, তা নিয়ে বসে থাকলে হবে না। সামনে কী আসছে, তা নিয়েও ভাবতে হবে।’

তিনি আরো বলেন, ‘বিশ্বকাপ নিয়ে আমি যা বলেছি সেটাই স্বাভাবিক। বয়স ও সময়ের কারণে তখনও খেলতে পারা কঠিন হবে। আমি (বর্তমান) মুহূর্তগুলো উপভোগ করি, প্রতিটি দিন। এখানে থাকা, এখন সামনে বাছাইপর্বের ম্যাচ আসছে, তারপর কোপা আমেরিকা। বিশ্বকাপ নিয়ে ভাবনা বহু দূরে। আমরা যা পেয়েছি তা উপভোগ করা উচিত এবং আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।